EIIN- 105994

01309105994

taimos.bhs@gmail.com

EIIN- 105994

01309105994

taimos.bhs@gmail.com

প্রচ্ছদ / আমাদের সম্পর্কে

প্রতিষ্ঠান পরিচিতি  


বিশিষ্ট শিক্ষানুরাগী, দিন বদলের মানুষ নামে খ্যাত জ্ঞানতাপস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর শামসুল হক মোল্লা স্যারের একান্ত প্রচেষ্টায় ২৩/১০/১৯৯৯ খ্রিঃ তারিখে দারিদ্র বিমোচন, মানব উন্নয়ন, সমাজ সংস্কার, এই অঙ্গীকার এবংসততাই সকল কর্মকান্ডের একমাত্র উপায় শ্লোগান নিয়ে মায়ের নামে বিদ্যালয়টি প্রতিষ্টা করেন। এলাকার চাহিদা এবং যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা প্রফেসর শামসুল হক মোল্লা স্যারের আগ্রহ এবং এলাকার উন্নয়ন উপলব্ধি করে এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিদ্যালয়ের কাজে এগিয়ে আসেন এবং সহযোগিতা করেন। গোমতি ও তিতাস বিধৌত বাখরাবাদ গ্যাসফিল্ড সংলগ্ন আলীরচর গ্রামের চাঁদমিয়া মোল্লা ডিগ্রী কলেজ ও আফরোজা হক কিন্ডার গার্টেন এর দক্ষিনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে ও কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পার্শ্বে এক খোলামেলা আনন্দঘন মনোরম প্রাকৃতিক পরিবেশে অত্র বিদ্যালয়টি অবস্থিত মুরাদনগর উপজেলা থেকে ৪ কি. মি. সোজা পশ্চিম দিকে সুরেশ্বর্দি এসে ২ কি.মি. দক্ষিনে বিদ্যালয়টি। প্রকৃতির আশির্বাদ ও ভৌত অবয়বে স্থানটি শিক্ষার্থীদের জন্য এক আদর্শস্থল । বিদ্যালয়টি  মুরাদনগর, তিতাস ও হোমনা এই তিন উপজেলার মোহনাস্থলে অবস্থানের কারনে  তিন উপজেলার ছাত্র-ছাত্রীরা এখানে পড়াশোনার সুযোগ পায়। বিদ্যালয়টিতে বর্তমানে ১৬ জন শিক্ষক, জন কর্মচারী ও ৬২৪ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির জমির পরিমান ৭৬.৫০  শতক (০.৭৬৫০ একর)। এখানে  ১টি পাকা ভবন, টি কাচা ঘর  এবং ১টি খেলার মাঠসহ পূর্ণাংগ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হচ্ছে। গরিব এলাকা বিধায় গরিব শিক্ষার্থীদেরকে আর্থিক সুবিধাদানে লেখাপড়ার উৎসাহ  প্রদান করা হয় ১৩/১২/১৯৯৯ খ্রিঃ তারিখে বিদ্যালয় স্থাপনের প্রাথমিক অনুমতি লাভ করে। ২২/১২/১৯৯৯ খ্রিঃ তারিখে ৫ জন শিক্ষক ও ২ জন কর্মচারী নিয়োগ প্রাপ্ত হয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে। ০১/০১/২০০০ খ্রিঃ তারিখ থেকে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় স্থাপন ও পাঠদানের প্রাথমিক অনুমতি লাভ করে। ০১/০১/ ২০০৪ খ্রিঃ তারিখ  থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় নবম ও দশম শ্রেণী (মাধ্যমিক) খোলা ও পাঠদানের অনুমতি লাভ করে।২০০১ সাল থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তি পেয়ে আসছে।০১/০১/২০০৩ খ্রিঃ তারিখ থেকে নিন্ম মাধ্যমিক ও ০১/০১/২০০৭ খ্রিঃ তারিখ থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে। ০১/০৬/২০০৪ তারিখ থেকে নিম্ন মাধ্যমিক ও ০১/০৭/২০১৯ তারিখ হতে মাধ্যমিক  বিদ্যালয় হিসেবে এমপিও ভুক্ত  হয়। প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর শামসুল হক মোল্লা স্যার ও শিক্ষক মহোদয় গণের হাতে কলমে শিক্ষাদান ও অনুপ্রেরনায় প্রতি বছরই বিদ্যালয়টি ভাল ফলাফল করে আসছে। ২০১১ সালের এসএসসি পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ সহ ৯৭% পাশ করে মুরাদনগর উপজেলায় পাশের হারে প্রথম হয়। প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর শামসুল হক মোল্লা স্যারের উদ্দেশ্য ও লক্ষ্য ছিল গরীব ধনী সকলেই লেখাপড়ার সুযোগ পাবে। আর্থিক সমস্যার কারনে কারো লেখাপড়া বন্ধ থাকবেনা।বিদ্যালয়ের সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর উপজেলা পর্যায়ে  ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিভিন্ন পুরস্কার পেয়ে আসছে। সর্বোপরি ১৯৯৯ সালে  বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠাতা ও সভাপতি মহোদয়ের সার্বিক তত্ত্বাধানে, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় আদর্শ বিদ্যালয়ে উপনীত হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। 

Creating Document, Do not close this window...