প্রচ্ছদ / প্রথিষ্ঠান প্রধানের বাণী
তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়
গ্রামঃ আলীরচর, ডাকঘরঃ সুরেশ্বর্দি, উপজেলাঃ মুরাদনগর, জেলাঃ কুমিল্লা।
প্রতিষ্ঠাতাঃ প্রফেসর (অবঃ) শামসুল হক মোল্লা।
স্থাপিতঃ ১৯৯৯ খ্রিঃ
প্রতিষ্ঠান প্রধানের শুভেচ্ছা বাণী
জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও উন্নতির জন্য শিক্ষার কোন বিকল্প নেই। ছাত্র-ছাত্রী তথা আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার নিপুণ কারিগর হচ্ছেন শিক্ষক। শিক্ষকদের হাত ধরেই জাতি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের সিঁড়ি অতিক্রম করে। উন্নত বিশ্বে তাই শিক্ষাকে দেওয়া হয়েছে সবার উপর। আর এ শিক্ষাকে বাস্তবায়নের সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। মানুষ একটি পরিপূর্ণ জীবন প্রত্যাশা করে। সেই জীবন হবে নান্দনিক ও আনন্দময় । পাশাপাশি মানুষ পারিবারিক, সামাজিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে নিজের অর্থপূর্ণ অবস্থান নিশ্চিত করতে চায়। শিক্ষার অন্যতম উদ্দেশ্য জীবনকে নান্দনিক, আনন্দময়, ও অর্থবহ করে তোলা, এবং সেই সাথে শিক্ষার্থীকে জীবিকা অর্জনের উপযোগী যোগ্য, সৃষ্টিশীল ও মানবিক মানুষে পরিণত করা। একইসঙ্গে পরিবর্তনশীল প্রেক্ষাপটে শিক্ষার্থীকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা ও শিক্ষার উদ্দেশ্য । বীজের মধ্যে যেমন ফসলের সম্ভাবনা থাকে, তেমনি শিশুর মধ্যে ও রয়েছে দেশর উন্নতি, সমৃদ্ধি ও প্রগতির সম্ভাবনা । তাই শিশুর সঠিক যত্ন ও পরিচর্যা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ, ভাল ফলাফল, ভাল মানুষ হওয়া এবং পরিচালন পদ্ধতি শক্তিশালীকরণ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।